নিজস্ব প্রতিবেদক :
রেলওয়ে পূর্বাঞ্চলের বিদ্যুৎ বিভাগে নব-নিয়োগপ্রাপ্ত খালাসী ও সিনিয়র কর্মচারীদের নিয়ে ২ দিনব্যাপী ইনহাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার ও বুধবার (০৯-১০ মে) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগীয় বৈদ্যুতিক কর্মকর্তার কার্যালয়ে নব-নিয়োগপ্রাপ্ত খালাসী ও সিনিয়র কর্মচারীদের এই ইনহাউজ প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রথম দিন প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বৈদ্যুতিক প্রকৌশলী/পূর্ব জনাব অজয় কুমার পোদ্দার। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অতিঃ প্রধান বৈদ্যুতিক প্রকৌশলী/পূর্ব জনাব হাবিবুর রহমান। আরোও উপস্থিত ছিলেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী (ডিইই) জনাব শাকের আহেমদ। দ্বিতীয় দিন প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অতিঃ প্রধান বৈদ্যুতিক প্রকৌশলী/পূর্ব জনাব হাবিবুর রহমান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী বৈদ্যুতিক প্রকৌশলী/চট্টগ্রাম (সিঃএইই) জনাব আমির হোসেন। উক্ত ট্রেনিং প্রোগ্রামটি রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী/চট্টগ্রাম (ডিইই) জনাব শাকের আহমেদ এর সমাপনি বক্তব্যের মাধ্যমে শেষ হয়। দিনব্যাপী এই ইনহাউজ প্রশিক্ষণে ট্রেইনারগণ বিদ্যুৎ পরিচালনা, সেইফটি, রেলওয়ে শিষ্টাচার, চেইন অফ কমান্ড মেনে চলা, রেলওয়ে বিভিন্ন বিধি ইত্যাদি বিষয়সমূহ ব্যাখ্যা করেন। এবং সর্বশেষ সকলকে ধৈর্য্য ধরে কাজ শিখার জন্য উদার্ত আহবান জানান।